Song name: Tomai Niye Golpo (OST of Lota Audio ) 
Singer: Abir Biswas
Lyrics: Tanjib Sowrov
Music composition: Piran Khan
Lota Audio Directed by Kajal Arefin Ome
Starring: Afran Nisho, Mehazabien Chowdhury,


Tomay Niye Golpo Lyrics in Bengali:

তোমায় নিয়ে গল্প হলে

আমি ডুবে যাই তার অতালে

তোমায় নিয়ে লিখতে গেলে

মন অযথায় হেসে ফেলে


তোমায় নিয়ে গল্প হলে

আমি ডুবে যাই তার অতালে

তোমায় নিয়ে লিখতে গেলে

মন অযথায় হেসে ফেলে


তুমি এমনই এক আমার অসুখ

আমি চাই না সেড়ে উঠতে কিছুতেই

যত ভালো লাগা তোমাকে ঘিরে

তুমি মিশে আছো যেনো আমাতেই


আমি মুঠোভরে দেই প্রেম ছুড়ে

তোমার ওই মন আকাশে

তুমি প্রিয় মুখ হয়ে থেকো যেও

আমায় ভালোবেসে... ভালোবেসে...  ভালোবেসে...


এই মায়া চোখে

আমি যাই ভেসে

খুব কাছে আসো তুমি যখনই

মন বাধা পড়ে ওই ঠোটের কোণে

জানি ফালানোর পথ রাখো নি


তুমি এমনই এক আমার অসুখ

আমি চাই না সেড়ে উঠতে কিছুতেই

যত ভালো লাগা তোমাকে ঘিরে

তুমি মিশে আছো যেনো আমাতেই


আমি মুঠোভরে দেই প্রেম ছুড়ে

তোমার ওই মন আকাশে

তুমি প্রিয় মুখ হয়ে থেকো যেও

আমায় ভালোবেসে... ভালোবেসে...  ভালোবেসে...



Thanks for Visit ❤️

Post a Comment

নবীনতর পূর্বতন