Chupi Chupi (চুপি চুপি) Lyrics By Habib Wahid:
Song: Chupi Chupi
Singer: Habib Wahid
Tune & Music: Habib Wahid
Lyrics: Mir Shariful Karim Srabon
Chupi Chupi - Lyrics in Bengali:
চুপি চুপি তুমি কাছে ডাকো এমন
ও.. আমি ছুটে আসি তোমার কাছে তখন,
দেখো আকাশ পথে মেঘেরা সাজে
ঝিরি ঝিরি হাওয়া যে ডাকে।
শোনো পাখি গুলো ডেকে যায়
কি জানি কি বলে যায়,
সেই সুর কানে কি বাজে?
তুমি এ মনে জ্বেলেছো আলো
এ জীবন লাগে যে ভালো,
দিন গুলো হেসে যায় কার যেন ইশারায়
তুমি যে আমার এমনই আপন ..
ধীরে ধীরে তুমি যাদু করো এমন
ও.. ঘুম চুরি করে রয়েছো জুড়ে স্বপন,
দেখো সাগর পাড়ে ঢেউ যে নাচে
ঝড়ো ঝড়ো হাওয়া যে বহে।
শোনো ভালোবাসা ডেকে যায়
কি মায়ায় ছুঁয়ে যায়,
সে মায়া প্রাণে কি লাগে ?
তুমি এ মনে জ্বেলেছো আলো
এ জীবন লাগে যে ভালো,
দিন গুলো হেসে যায় কার যেন ইশারায়
তুমি যে আমার এমনই আপন ...
Thanks!
একটি মন্তব্য পোস্ট করুন