Dekha Hobe Ojante By Tahsin Ahmed - Banglacinemacity24

Youtube Video




Song Information

Song : Dekha Hobe Ojante
Singer : Tahsin Ahmed
Lyrics: Anwar Hossain Ador
Composition, Music: Tahsin Ahmed
Additional Violin Programming: Ava U Shams Evan
Video credits: Anwar hossain Ador (Graphical)
Label: Tahsin Ahmed


Dekha Hobe Ojante Lyrics (দেখা হবে অজান্তে) Tahsin Ahmed - Lyrics in Bangla:



তোমার নামে লিখছে মন
অসমাপ্ত এক কাব্য
যেখানেই থাকি যখন
তোমায় নিয়ে ভাববো
মনের খাঁচায় সহজ
এক পোষা পাখি নামে
এ মন হোঁচট খেয়ে
তোমার পথেই থামে
এই পৃথিবীর কোনও প্রন্তে
দেখা হয়ে যাবে জেনো অজান্তে
তোমার মত বাসবো ভালো
আড়াল পেলে একান্তে
দেখা হবে জেনো অজান্তে...
দেখা হবে জেনো অজান্তে...



ফুরোবে ভেজা চোখে রাত
দেখবে চিরচেনা ভোর
কেঁপে যাবে হঠাৎ হঠাৎ
তোমার বুকের ভেতর
হাত বাড়িয়ে দেবে
আমি আছি ভেবে
যেভাবে কাছে টানতে...
এই পৃথিবীর কোনও প্রান্তে
দেখা হয়ে যাবে জেনো অজান্তে
তোমার মত বাসবো ভালো
আড়াল পেলে একান্তে
দেখা হবে জেনো অজান্তে...
দেখা হবে জেনো অজান্তে...



খেলে যাবে স্মৃতির শহর
আনমনা তবু পা বাড়াবো
মুছে দেয়া যায় না প্রহর
সময় হয়েই থেমে যাবো
হাত বাড়িয়ে দেবে
আমি আছি ভেবে
যেভাবে কাছে টানতে...
এই পৃথিবীর কোনও প্রান্তে
দেখা হয়ে যাবে জেনো অজান্তে
তোমার মত বাসবো ভালো
আড়াল পেলে একান্তে
দেখা হবে জেনো অজান্তে...
দেখা হবে জেনো অজান্তে...

এই পৃথিবীর কোনও প্রান্তে
দেখা হয়ে যাবে জেনো অজান্তে
তোমার মত বাসবো ভালো
আড়াল পেলে একান্তে
দেখা হবে জেনো অজান্তে...
দেখা হবে জেনো অজান্তে...



The End

Thanks!

Post a Comment

নবীনতর পূর্বতন