Muthor Bhetor Tumi Nei Lyrics by Mahtim Shakib :


Song : Muthor Bhetor Tumi Nei

Natok : Amar Tumi

Singer : Mahtim Shakib

Lyrics : Shomeshwar Oli

Tune & Music : Ahmmed Humayun

Direction : Mehedi Hasan Jony

Label: Soundtek


Muthor Bhetor Tumi Nei Song Lyrics In Bengali :


কপালে ছিলো না তোমার নাম

তবু তোমার প্রেমেতেই পড়লাম,

আর কি কোনো মানুষ ছিলো না

আমি কেন তোমার হতে গেলাম?

হারতে হবে জেনেও আমি

ছাড়তে হবে জেনেও আমি,

তোমায় বাজি ধরলাম। 

আমি হাতের মুঠো খুলে দেখি

মুঠোর ভেতর তুমি নেই,

তারা ভরা আকাশ আছে

পায়ের তলায় ভুমি নেই। 


গল্পে গল্পে যায় যে বেলা

অল্পে বাড়ে অবহেলা ..


এই কি বলো তব খেলা

এই ‍তুমি কি তুমি সেই?

আমি হাতের মুঠো খুলে দেখি

মুঠোর ভেতর তুমি নেই,

তারা ভরা আকাশ আছে

পায়ের তলায় ভুমি নেই। 


স্বপ্নে স্বপ্নে যাও যে ডেকে

প্রশ্নে জড়াও দূর থেকে ..


যায় না চেনা হাসি দেখে

এই ‍তুমি কি তুমি সে?

আমি হাতের মুঠো খুলে দেখি

মুঠোর ভেতর তুমি নেই,

তারা ভরা আকাশ আছে

পায়ের তলায় ভুমি নেই। 



The End

Thanks!

Post a Comment

নবীনতর পূর্বতন