Tomake Cheyechi Sevabe Lyrics by Subhrajit Panda :




Song Information:


Song : Tomake Cheyechi Sevabe (Sejon Emon)

Vocal & Tune : Subhrajit Panda

Lyrics : Koushik Roy

Track Arrangement, Mix-Master : Rishi Panda 

Recorded at : Mic drop studio

Music Publisher : JMR Music Studio

Video : Arnav Majumdar 

Direction & Post Production : Subhadip Mondal 

Edit & colour : Sutadip Pati


Tomake Cheyechi Sevabe Song Lyrics In Bengali :


সেজন এমন ছায়ার মতন

রোদের আদর মাখে গালে,

সেজন তেমন উজল এমন

বিষাদ মেখেছে যাপনে। 


সহজ সেজন মায়ার মতন

স্বজন বেঁধেছে আঁচলে,

বিজন এমন জীবনযাপন

সেজন এঁকেছে কাজলে। 


যেভাবে শ্রাবণ তোমাকে ছুঁয়ে

রূপবতী শোক হয়ে যায়,

যেভাবে আখর সাঁঝের প্রদীপে

গেরস্থালী খুঁজে পায়। 


তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে,

তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে। 


তুমিও কি তাই রাত হয়ে যাও

চাঁদচোঁয়া নীল অবসাদ হয়ে যাও, 

তোমারো কি তাই দুখ ভেসে যায়

চোট ছুঁয়ে প্রেম অপরূপ হেসে যায়। 


যেভাবে বাড়ে সুখ অভিসারে

প্রেম খোঁজে প্রিয় ডাকনাম,

যেভাবে মেশে পরাগ বাতাসে

পথ ভোলে নাবিকের গান। 


তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে,

তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে। 



The End

Thanks!

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন