Aaschi Aami Song Lyrics (আসছি আমি) Santanu Dey Sarkar:
Singer: Santanu Dey Sarkar
Tune: Subhanjan Basu & Subhranil Dutta
Lyrics: Subhanjan Basu
Music Label: BMF MUSIC
Aaschi Aami Song Lyrics in Bengali:
মন কখনো খুব
একা বসে থাকে অভিমানে
যে ছিল মনের ভেতর
তার কথা মনই শুধু জানে
তবু হাসতে ইচ্ছে হয়
শুনতে ইচ্ছে হয়
একটিবার বলবে তুমি
আসছি আমি...
লাস্ট বাসে, লাস্ট সিটে, আমরা শুধু দুজন
তাড়া নেই ঘরে ফিরে যাওয়ার
জানলা দিয়ে উড়বে গাইবে, দুজনের বয়স
এই রাতটা তোমারই উপহার।
তুমি, ডাকবে কাছে খুব
আর হেসে উঠবে বুক
আমি শুধু আমি জানি
আসছি আমি...
একা একা কাকভোরে ভেজা কুয়াশায়
দেখেছি তোমায় যতবার
ততবার, রাস্তা ফাঁকা- ব্যস্ত শহরের
তুমি ছুটি তুমি রবিবার
তুমি প্রেমের পাড়ায়
ছোঁয়ার আরাম
তুলে রেখো একটু খানি
আসছি আমি
Thanks!
একটি মন্তব্য পোস্ট করুন