Bhulte Dilam Ami Lyrics by Pritam :

 

Song : Bhulte Dilam Ami
Singer : Pritam Banerjee
Music & Lyrics : Dipesh Chakraborty
Mix & Master : Dipesh Chakraborty
Director : Krish Bose
D.O.P : Sayan Mukherjee & Krish Bose
Edit & Color : Sanjoy Dasgupta
Producer : The Bong Media
Label : The Bong Studio

Bhulte Dilam Ami Song Lyrics In Bengali :


কোনো একলা তোর ঘর 
নিঃস্তব্ধে হলো পর,
তাই রাত্রি গুলো ঘিরে 
এক মন খারাপের ঝড়। 
কোনো না লেখা দোয়াতে 
ঠোঁটের কবিতা ছোঁয়াতে,
তবু সন্ধ্যে নামা শহরে 
কারা ভেজে অজুহাতে। 

সাদা কালো স্বপ্ন গুলো 
রঙ হারানো কবি,
খুঁজে ফিরি হাতড়ে মরি 
রামধনুদের ছবি। 
শেষ রাতের সুর বন্দী আজও 
সময়ের অপেক্ষাতে,
শব্দ গুলো ফুলদানিতে 
যত্নে রাখা আছে। 

ভুলে তুমি যেতেই পারো 
ভুলতে দিলাম আমি,
সত্যি করে বলছি ভালো 
বেসেই যাবো আমি। 

কথা যেদিন ফিরিয়ে 
চলে গেলে এগিয়ে,
আগের মতো পিছু তো ডাকলেনা?
না.. দমকা ঝড়ে ঘর উঠোন 
হারিয়ে ছিঁড়ে সব বাঁধন,
স্মৃতির খবর নিতে তো আসলেনা?

সাদা কালো স্বপ্ন গুলো 
রঙ হারানো কবি,
খুঁজে ফিরি হাতড়ে মরি 
রামধনুদের ছবি। 
শেষ রাতের সুর বন্দী আজও 
সময়ের অপেক্ষাতে,
শব্দ গুলো ফুলদানিতে 
যত্নে রাখা আছে। 

ভুলে তুমি যেতেই পারো 
ভুলতে দিলাম আমি,
ভালোবাসি ভালো থেকো 
কাঁদে অন্তর্যামী। 
ভুলে তুমি যেতেই পারো 
ভুলতে দিলাম আমি,
সত্যি করে বলছি ভালো 
বেসেই যাবো আমি .. 




Thanks!

Post a Comment

নবীনতর পূর্বতন