Tomare Na Paile - Samz Vai

Song: Tomare Na Paile

Lyrics, Tune, Vocal and Music: Samz Vai

Video Creation: Sajjad Sajid


Tomare Na Paile Lyrics In Bengali


Lyrics:


তুমি আছো জাত নিয়া ব্যস্ত, এদিকে আমি হেস্তনেস্ত। 

পরিবার পরিজন নিবে না মাইনা, তাই আমারে যাও তুমি ছাইড়া। 

সকলের হাসিমুখ, তাতেই তোমার সুখ

গেলে যাক আমার জীবন ভাইসা

নতুন তো মন্দ না,নিজে লইয়া সান্ত্বনা 

এদিকে আমি গেলাম ফাঁইসা

এতোদিন নিয়ে যারে ভেবেছি জগৎ টারে

তারে ছাড়া রবে কি আর অর্থ 

মগজে ভরা টান,এতো ভাবের অভিযান

শেষমেশ হয়ে যাবে ব্যর্থ 

তোমারে না পাইলে ইহ-জনমে কিছুই হইতো না

যদি তুমি হৃদয় থেইকা মুইছা যাইতা তোমার নাম টা..

কিছু কথা না কইলে কোনোদিন তুমি জানতা না

আমারে ঠকায় গেলা এই জ্বালা তোমারেও ছাড়বো না

আমার ছিলো এক স্বপ্ন,যা দেখেছি তোমার আঁচল ধরে

তার করো নাই যত্ন, কার চুমু খাবে গাল ভরে!! 

তা শুনে যাবো, দেখে যাবো, নিজেকে সামলাবো কি করে? 

তুমি ভাবোনা আমার কথা, আমার মতো করে

তোমারে না পাইলে ইহ-জনমে কিছুই হইতো না

যদি তুমি হৃদয় থেইকা মুইছা যাইতা তোমার নাম টা..

কিছু কথা না কইলে কোনোদিন তুমি জানতা না

আমারে ঠকায় গেলা এই জ্বালা তোমারেও ছাড়বো না!



Click Here To Download Full Mp3 Song



Thanks for Visit 💕


Post a Comment

নবীনতর পূর্বতন