This is one of Subhrajit Panda own bengali composition named as ' Ami hariye jete chaini' and first time this was trying for writing lyrics . Hope you like it.

Ami Hariye Jete Chaini Lyrics By Subhrajit Panda

Singer, Lyrics & Tune: Subhrajit Panda
Music arrangement: Swayam Majumdar

Ami Hariye Jete Chaini Lyrics in Bengali:

আমাকে মৃত্যু কখনো সেভাবে কষ্ট দেয়না 
আমি দুর্বার হতে শিখে গেছি আজকে।
আমাকে মৃত্যু কখনো সেভাবে কাঁদতে দেয়না
আমি মরুভূমি চোখে বসে বসে আছি নীরবে। 

ক্রমে দূরে যাই চলে 
আমি যাই সব ভুলে 
ফেরার নেই ডাক আমার কাছে। 
আমাকে মৃত্যু কখনো সেভাবে কষ্ট দেয়না 
আমি দুর্বার হতে শিখে গেছি আজকে।
আমাকে মৃত্যু কখনো সেভাবে কাঁদতে দেয়না
আমি মরুভূমি চোখে বসে আছি নীরবে । 

যেনো... কোনো... কথা আমি 
ভুলতে গিয়েও পারিনি। 
তোমার সাথের ঝগড়াঝাটির 
সমাধান খুঁজে পাইনি।(২)

পাবেনা পাবে 
আমাকে এভাবে 
আমি হারিয়ে
যেতে চাইনি। 
আমি হারিয়ে যেতে চাইনি। 

আমাকে মৃত্যু কখনো সেভাবে কষ্ট দেয়না 
আমি দুর্বার হতে শিখে গেছি আজকে।
আমাকে মৃত্যু কখনো সেভাবে কাঁদতে দেয়না
আমি মরুভূমি চোখে বসে আছি নীরবে।


আমি হারিয়ে যেতে চাইনি লিরিক্স ইন ইংলিশ:

Amake mittu kokhono shevabe Kosto daay na
Ami durbar hote shikhe gese ajke!
Amake mittu kokhono shevabe kadhtte daay na,
Ami murobomi chokhe boshe boshe achi Nirobe!

Crome dure jai chole
Ami jai sob vhule
Ferar nei daak amar kache!

Jeno... Kono.... Kotha Ami
Vhulte giyeoo parini!
Tomar Sathe jhograjatir
Shomadhan khuje paini!(x2)

Pabena pane
Amake avhabe
Ami Hariye
Jete Chaini!
Ami Hariye Jete Chaini!


Thanks for Visit ❤️

Post a Comment

নবীনতর পূর্বতন