Behula Lyrics

SHUNNO’s new song ‘Behula, presented by "Here's To Life: Musing of the Soul". 
The song is based on Shiva Purana and the Manasamangal genre of Bengali medieval epics. SHUNNO is trying to bring up the stories of our country through their new album. While the last release Bibiya was a story of the south, with Behula they are bringing the story of north.
Behula (বেহুলা) Lyrics
Credits: 
Tune & Composition: SHUNNO

Members:
Vocal : Emil
Bass : Michael
Drums : Labib
Guitar : Ishmam

Lyrics: Tanvir Chowdhury 
Produced by: Shaker Raza

Animation:
Antik Animated Studio

Behula (বেহুলা) Song Lyrics in Bengali:


ভাগ্য আমায় ছোবল মা‌রে
র‌ক্তে বি‌ষের জ্বালা,
তু‌মি আমার আঁধার রা‌তে
একশ তারার মালা। 
‌তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধ‌রে,
ভা‌লোবাসার গান শোনা‌বে
প্রা‌চিন কোনো সু‌রে। 

ও‌ বেহুলা ..
আ‌মি মর‌লে আমায় নিয়ে 
ভাসাইও ভেলা।।

ছাইড়া গেল স্বজন সুজন
তু‌মি তবু পা‌শে,
তোমার মতন এমন ক‌রে
আর কে ভা‌লোবা‌সে। 
‌তোমার কায়া বড় মায়া
ব‌টের ছায়া চো‌খে,
আগ‌লে রা‌খো বন্ধু আমায়
এই দু‌নিয়া থে‌কে। 

ও‌ বেহুলা ..
আ‌মি মর‌লে আমায় নিয়ে 
ভাসাইও ভেলা।।

কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ 
বজ্র হানাহা‌নি,
আকাশ জা‌নে তোমায় ভা‌লো 
বা‌সি কতখা‌নি,
কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ 
বজ্র হানাহা‌নি,
আকাশ জা‌নে তোমায় ভা‌লো 
বা‌সি কতখা‌নি। 

ও‌ বেহুলা ..
আ‌মি মর‌লে আমায় নিয়ে 
ভাসাইও ভেলা।।


বেহুলা সং লিরিকস ইন ইংলিশ:

Vaggho amar chobol mare
Rokte bisher jala
Tumi amar adhar rate
Eksho tarar mala
Tumar amar ei kahini
Hajar boshor dhore
Valobashar Gaan shunabe
Prachin kono shure

(Cora's)
O Behula
Ami morle amay Niye
Bashaioo bhela!!



Thanks for Visit ❤️

Post a Comment

নবীনতর পূর্বতন